যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের নিয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরের দিকে “ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা” স্লোগানকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দ) শামীম রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
তিনি বলেন, জাটকা রক্ষা করতে পারলে দেশের মাছের ঘাটতি পূরণ করা সম্ভব হবে। যমুনা ইলিশ সারা বিশ্বে ও সর্বস্তরের মানুষের কাছে খুবই প্রিয়। জাতীয় সম্পদ রক্ষায় সকলের দায়িত্ব ও কর্তব্য। এজন্য এ কার্যক্রম বাস্তবায়ন করতে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে।
এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রাফসান রেজা, ওসি শ্যামল কুমার দত্ত, উপজেলা মৎস্য অফিসের জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক, অতিরিক্ত কৃষি অফিসার সাব্বির আহমেদ সিফাত, নৌ পুলিশ ফাঁড়ির ওসি সামচুল ইসলাম প্রমূখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইউপি সদস্যগন, স্থানীয় জেলে ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।